বগুড়ার নন্দীগ্রামে জলাশয় থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার!

295

সুপ্রভাত বগুড়া (নিজস্ব প্রতিবেদক): বগুড়ার নন্দীগ্রামে (নাটোর-বগুড়া) মহাসড়কের পাশে জলাশয় থেকে ৪৫ বছর বয়সী এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তি নাম পরিচয় জানা যায়নি।

আজ সোমবার সকালে উপজেলার সদর ইউনিয়নের বিজয়ঘট এলাকায় (নাটোর-বগুড়া) মহাসড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের মাথায় ও বাম পায়ে আঘাতের চিহ্ন রয়েছে এবং ডান হাত ভাঙ্গা রয়েছে।

লাশ উদ্ধারের সময় এলাকার শত শত নারী-পুরুষ তথা উৎসুক জনতার ভীর লক্ষ করা গেছে তবে লাশ দেখে কেউ তাকে চিনতে পারেনি।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত কবির জানান, মহাসড়কের পাশের জলাশয় থেকে শার্ট ও লুঙ্গি পড়া এক ব্যক্তির লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা ওই ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তবে পরিচয় পাওয়া গেলে আরও নিশ্চিত হওয়া যাবে।