বগুড়া’র পালশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৫০ জন শিক্ষার্থীদের মাঝে নতুন জামা দিলেন আব্দুল মান্নান আকন্দ

336

সুপ্রভাত বগুড়া (তানজিদ ইসলাম): আজ শুক্রবার দুপুর ২ঃ৩০ টায় পালশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জাতীয় শ্রমিক লীগ-যুব কমিটি, বগুড়া জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি রাকিব উদ্দিন প্রাং সিজারের সভাপতিত্বে-

বগুড়া জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি মোঃ আব্দুল মান্নান আকন্দ ও ব্যবসায়ী নাহারুল ইসলামের নিজেস্ব অর্থায়নে ৩৫০ জন শিক্ষার্থীদের মাঝে নতুন জামা বিতরণ করা হয়।

করোনা পরিস্থিতিতে কর্মহীন অনেক পিতাই হিমশিম খাচ্ছে ঈদে সন্তানকে নতুন পোশাক কিনে দিতে। অনেকে আবার মার্কেটে যেতে চাইছে না সংক্রমণ রোধে। কিন্তু ঈদে নতুন জামা না পেলে যেন আনন্দটাই ভাটা পড়ে যায় শিশুর।

করোনা পরিস্থিতিতে কর্মহীন অনেক পিতাই হিমশিম খাচ্ছে ঈদে সন্তানকে নতুন পোশাক কিনে দিতে। অনেকে আবার মার্কেটে যেতে চাইছে না সংক্রমণ রোধে। কিন্তু ঈদে নতুন পোশাক না পেলে যেন আনন্দটাই ভাটা পড়ে যায় শিশুদের মনে।

সেই বিবেচনায় বগুড়া জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি ও শুকরা এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী জনাব মোঃ আব্দুল মান্নান আকন্দ ও ব্যবসায়ী নাহারুল ইসলাম নিয়েছে শিশুদের মাঝে পোশাক বিতরণের ব্যতিক্রম এই উদ্যোগ।

এরি ধারাবাহিকতায় আজ বগুড়া শহরের পালশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পোশাক বিতরণ করেন।