বগুড়া’র পাড়া মহল্লায় বাবাকে খুঁজে চলেছেন প্রবাসী সুমন !!

563
বগুড়া'র পাড়া মহল্লায় বাবাকে খুঁজে চলেছেন প্রবাসী সুমন !! ছবি-দিপংকর

সুপ্রভাত বগুড়া (এ কে দিপংকর): সুমনের বয়স যখন ২ থেকে ৩ মাস তখন তাদের বাবা মায়ের মাঝে সম্পর্ক বিচ্ছেদ হয়। তারপর থেকে সুমনের সাথে আর তার বাবার দেখা হয়নি। বছর দুয়েক পর বাবা তাদের খুঁজতে গিয়ে নানীর কাছে জানতে পারে সুমনসহ তার মায়ের অন্যত্র বিয়ে হয়েছে।

একথা শুনে সুমনের বাবা বগুড়ায় চলে আসে। বর্তমানে সুমন কাতারে থাকে। সে চায় একটিবারের জন্য হলেও তার বাবাকে কাছে পেতে। নানীর কাছে তার বাবা সম্পর্কে যেটুকু তথ্য সুমন পেয়েছে সে সম্পর্কে নিচে তুলে ধরা হলো।

সুমনের নানার বাড়ি চট্টগ্রামের রাউজানে যেখানে সুমনের জন্ম। সুমনের বাবার বাড়িঃ বগুড়া(তবে কোথায় তা নির্দিষ্ট করে জানে না) রংপুরে ও গাইবান্ধাতেও সুমনের বাবার আত্মীয়স্বজন ছিল।

সুমনের বাবার নাম শেখ মোর্শেদ আলম শাহিন, সুমনের মায়ের নামঃ তৈয়বা বেগম, সুমনের দাদার নামঃ আব্দুর রহমান সরকার, সুমনের বাবা নৌবাহিনীতে চাকরি করতেন, চট্টগ্রামে কাপ্তাই ক্যান্টমেন্ট, চন্দ্র ঘোনায়।

(এতো টুকুই উনি বলতে পারেন) সুমন এখন কাতারে থাকেন। ফোন নম্বর: 0097433963970, এ নাম্বারে ইমো & ওয়াটসপ আছে…