সুপ্রভাত কগুড়া (এ কে দিপংকর): ফুলবাড়ী পুলিশ ফাঁড়ীর ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্ব এসআই শহিদুল ইসলাম, এএসআই নুরে আলম, এটিএসআই সাজ্জাদ, এএসআই আহসান, এটিএসআই নাসিম সংগীয় ফোর্সের সহায়তায় রাত ১২.৩৫ টার সময় বগুড়া সদর থানাধীন জেলা শিল্পকলা একাডেমীর পূর্ব পার্শ্বে শিববাটিস্হ সুবিলের পাড়ে ফাঁকা জায়গায় বসে মাদক সেবনের সময় ৮ জনকে আটক করে।
আসামীরা হলো ০১। ফজলু(৫০) পিতা মৃত শামসুল সাং ফুলবাড়ী মধ্যপাড়া ০২।শাফি(৫০) পিতা মৃত হারুনুর রসিদ সাং বৃন্দাবন পশ্চিম পাড়া ০৩। দুলাল(৪৫) পিতা মৃত দুদু মিয়া সাং বৃন্দাবন প্রফেসরপাড়া ০৪।শফিকুল ইসলাম (৪৩) পিতা মৃত হারনুর রশিদ সাংবৃন্দাবন পশৃচিমপাড়া
০৫। বিপুল আকন্দ(৩৫) পিতা পিতা মৃত আব্দুল মজিদ সাং শিববাটি জিজি রায় লেন ০৬।শাহিন(২৬) পিতা মৃত মোস্তফা সাং মাটিডালি হ্বাজিপাড়া সকলের থানা বগুড়া সদর ০৭। আবু সাঈদ(২৬) পিতা মৃত বুলু মিয়া সাং কানতারা থানা শিবগঞ্জ
০৮। মাসুদ রানা(৪২) পিতা পিতা মৃত খায়রুল ইসলাম সাং মাদলা থানা শাহজাহানপুর সর্বজেলা বগুড়াগনদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।