বগুড়ার শাজাহানপুর উপজেলায় ধানক্ষেত থেকে অজ্ঞাত ১ যুবকের লাশ উদ্ধার !

233
ধানক্ষেত থেকে অজ্ঞাত ১ যুবকের লাশ উদ্ধার। ছবি-আকাশ

সুপ্রভাত বগুড়া (আকাশ সরকার রাসেল): বগুড়ার শাজাহানপুর উপজেলায় ধানক্ষেত থেকে অজ্ঞাত ১ যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়রা জানান,শুক্রবার সকালে শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নে চক জোর গ্রামে গফুর হাজির ধানক্ষেত থেকে অজ্ঞাত যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন।

তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। বগুড়া সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, ঐ যুবকের আনুমানিক বয়স (২৫) বছর।

ওই যুবকের পরনে ছিল থ্রি কোয়াটার প্যান ও শার্ট ।মরদেহে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। গ্রামের লোকজন তাকে চিনতেও পারেনি।