সুপ্রভাত বগুড়া (শিবগঞ্জ প্রতিনিধি): বগুড়ার শিবগঞ্জে বিএনপির নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার শিবগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ে বগুড়ার শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনিত মেয়র প্রার্থী মতিয়ার রহমান মতিন এর নির্বাচন পরিচালনা কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য আলী আজগর তালুকদার হেনা। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা এমআর ইসলাম স্বাধীন, মাফতুন আহম্মেদ খান রুবেল, মীর শাহে আলম, একেএম ইদ্রিস আলী,
বুলবুল ইসলাম, এসএম তাজুল ইসলাম, মাস্টার হারুনুর রশিদ, আঃ রাজ্জাক, আঃ করিম, ডা. স্বাধীন সহ বর্তমান ও সাবেক ইউপি চেয়ারম্যান ও পৌর কাউন্সিলর বৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মাষ্টার আঃ রাজ্জাক প্রমুখ।