সুপ্রভাত বগুড়া (অভিজিৎ বাপ্পী শিবগঞ্জ প্রতিনিধি): ঈদুল আযহা উপলক্ষ্যে বগুড়ার শিবগঞ্জে সামাজিক দুরত্ব বজায় রেখে ১৫’শ ৪০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বুধবার সকাল থেকে শিবগঞ্জ পৌরসভায় উপজেলার পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক এসব চাল বিতরণ করেন।
পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক বলেন, আসন্ন ঈদ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১৫৪০ টি পরিবারের মাঝ্র ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
সেই সাথে পৌরসভার পক্ষ থেকে আরো ১ হাজার পরিবারের মাঝে গম বিতরণ করা হয় বলে জানান তিনি।
এসময় অন্যান্যদের মাঝে উপজেলার সকল ওয়ার্ডেত কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।