বগুড়ার সাবগ্রামে প্রাক্তন শিক্ষার্থী সংগঠন ‘উদ্যোগ’র বৃক্ষ রোপণ কর্মসূচী

177
বগুড়ার সাবগ্রামে প্রাক্তন শিক্ষার্থী সংগঠন ‘উদ্যোগ’র বৃক্ষ রোপণ কর্মসূচী। ছবি-প্রতিবেদক
সুপ্রভাত বগুড়া (নিজস্ব প্রতিবেদক): আজ শুক্রবার সকালে বগুড়া সদরের সাবগ্রাম কুদরতিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘উদ্যোগ’র আয়োজনে বৃক্ষ রোপণ কর্মসূচী পালিত হয়।
স্কুল প্রাঙ্গনে হরতকি, আমলকী, বহেড়া, নিম, নাগেশ্বরী, যয়তুন, হিজল, আমড়া, ডাব, লিচু, আম, সফেদা, চালতা, কাঠবাদাম, পেয়ারা, কদবেল ও জামরুল সহ নানা ধরনের ফলজ-বনজ বৃক্ষ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক সরকারকে সাথে নিয়ে রোপন করা হয়।
বৃক্ষ রোপনকালে এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘উদ্যোগ’র এডমিন প্যানেলের সদস্য রেশমি আকতার, মিলন মিয়া, আরএসএম পলাশ, মুকুল ইসলাম।
এছাড়াও অত্র বিদ্যায়লের বিভিন্ন ব্যাচের ছাত্র হযরত, নাসিব, পলাশ, রুবেল, এনামুল, রায়হায়, সালাম, জুয়েল হাসান, আলমগীর, মজনু, হাবিবুর, খোরশেদ, রনি, সোহেল, সবুজ, আরিফ, জিহাদ।
‘উদ্যোগ’ পরিবার জানিয়েছে এরকম সামাজিক কাজে তারা সব সময় এগিয়ে আসবে। এই কর্মসূচী পালনে যারা বিভিন্ন ভাবে সহযোগিতা করেছে তাদের সকলকে ‘উদ্যোগ’ পরিবার ধন্যবাদ জানিয়েছে।