বগুড়ায় অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করলেন তাঁতী লীগ নেতা রাজন

203

সুপ্রভাত বগুড়া (মামুনুর রশিদ): ভয়ংকর করোনায় সৃষ্ট পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছেন অনেক মানুষ। তাদের এবং সাধারন জনমানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক পাঠাগার বিষয়ক সম্পাদক ও জেলা যুবলীগ নেতা রাছেদুজ্জামান রাছেল ।

এই দুঃসময়ে তিনি যে পদক্ষেপ নিয়েছেন তা নিঃসন্দেহে একটি প্রশংসনীয়। প্রতিদিনের কর্মসুচির আওতার অংশ হিসেবে নিজস্ব অর্থায়নে বৃহস্পতিবার বিকালে শহরের বড়গোলা, নামাজগড়, নুরানী মোড়, কারবালা, চারমাথা ও উপশহর এলাকার অসহায় মানুষের মাঝে ঘুরে ঘুরে ইফতার সামগ্রী বিতরণ করেন বগুড়া জেলা তাঁতী লীগের সদস্য সচিব রাশেকুজ্জামান রাজন।

প্রানঘাতি করোনা ভাইরাসের প্রভাবে দেশের বিরাজোমান পরিস্থিতিতে এবং করোনা ভাইরাস মোকাবেলায় তার এ কার্যক্রম অব্যাহত রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন শহর যুবলীগ নেতা পারভেজ রহমান বাপ্পি, লিটন দত্ত, তাফসিরুল ইসলাম সোহাগ ও ৮নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক শরিফুল ইসলাম খায়রুল সহ প্রমূখ।