সুপ্রভাত বগুড়া (তানজিদ ইসলাম): গতকালের (১২-০৭-২০২০ইং তারিখে) ২৫৪ নমুনার ফলাফলের ভিত্তিতে আজ বগুড়ায় নতুন করে ৫২জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে পুরুষ- ৩৭জন, নারী- ১২জন, শিশু-৩জন।
উপজেলাভিত্তিক করোনা শনাক্তের ক্ষেত্রে বগুড়া সদরে ৩৪জন, ধুনট ৫জন, শাজাহানপুর ৪জন, কাহালু ২জন, দুপচাঁচিয়া ২জন, গাবতলী, শেরপুর, শিবগঞ্জ, সোনাতলা ও সারিয়াকান্দিতে একজন করে করোনা পজেটিভ হয়েছেন।
এর মধ্যে শজিমেকের ১৮৮ নমুনা পরীক্ষার ফলাফলে ২৭ জন পজিটিভ এবং টিএমএসএস এর ৬৬ নমুনা পরীক্ষার ফলাফলে ২৫জন পজিটিভ।
নমুনা সংগ্রহ-৩২৭, মোট নমুনা-২২৪৯৫, মোট ফলাফল-১৯৯৯৬। এই নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত- ৩৭৬৩
মোট সুস্থ- ১৮৩৭(নতুন ৬০ ),মোট মৃত্যু- ৭০(নতুন ০ ) এখন আছে- ১৮৫৬জন।
তথ্যসূত্র- ডা.মোস্তাফিজুর রহমান, ভারপ্রাপ্ত সিভিল সার্জন, বগুড়া।