বগুড়ায় আ্যাপসের মাধ্যমে আমন ধান, চাল সংগ্রহের উদ্বোধন

251
বগুড়ায় আ্যাপসের মাধ্যমে আমন ধান, চাল সংগ্রহের উদ্বোধন। ছবি-হেলাল

স্টাফ রিপোর্টার: বগুড়ায় সরকারীভাবে ডিজিটাল আ্যাপসের মাধ্যমে অভ্যন্তরীন আমন ধান ও চাল সংগ্রহের শুভ্  উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।   সোমবার সকালে শহরের চকসুত্রাপুরে সরকারী খাদ্য গুদামে এই ধান চাল সংগ্রহের শুভ উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান।

সদর উপজেলা ভারপ্রাপ্ত এল এস ডি কর্মকর্তা মোজাফ্ফর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা এস এম সাইফুল ইসলাম।   এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আব্দুল মজিদ, নামুজা এল এস ডি কর্মকর্তা শাহীনুর রহমান প্রমুখ সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানেঅিতিথিবৃন্দরা বলেন গত বছরে আমরা আ্যাপসের মাধ্যমে ধান ক্রয়ে সারা বাংলাদেশের মধ্যে ১ম স্থান অর্জন করেছিলাম। এবার ধান ক্রয়ের সাথে নতুন করে চাল ক্রয় উদ্বোধন হলো। আশা করি  সবার সহযোগিতা পেলে এবারও আমরা সন্তোষজনক ভাবে ধান চাল ক্রয় সমাপ্ত করতে পারবো।   এবারে ধান সংগ্রহের লক্ষ্য মাত্রা নেয়া হয়েছে ৬১৪ মেট্রিক টন, আতব চাল ৪৩২ মেট্রিক টন এবং সিদ্ধ চাল ২৯৪২ মেট্রিক টন।