সুপ্রভাত বগুড়া (এ.কে দিপংকর(বগুড়া সদর উপজেলা প্রতিনিধি): করোনার হটস্পট বগুড়ায় ক্রমেই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। বাড়ছে মৃত্যুর মিছিলও। বগুড়ায় করোনা আক্রান্তে আজকেই এক নারীসহ ৪জনের মৃত্যু হয়েছে।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন, নওগাঁর রানীনগর উপজেলার চাঁপাপুর ধুপকুন্দি গ্রামের বাসিন্দা মনসুর রহমান(৫৫), বগুড়া জেলার কাহালু উপজেলা বাজার এলাকার নাঈমা আফরোজ(৬৫), নওগাঁর রানীনগরের কাশিমপুর এলাকার আব্দুস সাত্তার(৬৫) এবং শেরপুর সদর এলাকার জিন্না আলী(৬০)।
এদের মধ্যে জিন্না আলী টিএমএসএস হাসপাতালে এবং বাকি ৩জন শজিমেকে মারা গেছেন। বগুড়ায় এই চারজন সহ মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৮৯ জনে।