স্টাফ রিপোর্টারঃ বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি চৌকস টিম ওয়ান শুটারসহ দুই জনকে গ্রেফতার করেছে। শনিবার দুপুরে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী এ কথা নিশ্চিত করেছেন।
ডিবি পুুলিশের সূত্রে জানা গেছে, বগুড়ার সদরের মাটিডালী এলাকায় ছিনতাই করার সময় হযরত ও মজিবুরকে গ্রেফতার করে ডিবির একটি দল। এ সময় তাদের কাছে একটি ওয়ান শুটার ও বার্মিজ চাকু উদ্ধার করা হয়।
ওসি আসলাম আলী জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। জেলা পুলিশ সুপারের নির্দেশে মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।