সুপ্রভাত বগুড়া (এস,এম,দৌলত): বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশন কেন্দ্র থেকে করোনা মুক্তহয়ে ফিরলো আরো ৫ জন। এনিয়ে ওই কেন্দ্র থেকে মোট ৭ জন করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছে।
এদেরকে ছাড়পত্র দিয়ে বিদায়ের সময় ফুলদিয়ে শুভেচ্ছা জানিয়েছে হাসপাতাল কতৃপক্ষ। বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত মোঃ শাহারুল ইসলাম জানান, বগুড়ায় এপর্যন্ত মোট ২৫ জনের করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে।
এদের কাউকে মােহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশন কেন্দ্রে আবার কাউকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশন কেন্দ্রের আবাসিক চিকিৎসক ডা: শফিক আমিন কাজল জানান, আজ বুধবার দুপুরে করোনা চিকিৎসায় সুস্থ্য হওয়া ৫ জনকে ছেড়ে দেয়া হয়েছে।
এরা হলেন, নারায়নগঞ্জ পপুলার ডায়াগনিষ্টিকে কর্মরত বগুড়া সারিয়াকান্দি উপজেলার মোঃ রিপন (২৫), ঢাকায় বেড়াতে যাওয়া সোনাতলা উপজেলার কহিনুর (৪৭), ঢাকার গার্মেন্টস কর্মী ধুনট উপজেলার নুরন্নবী (২৮),
ঢাকা ফেরত কলেজ শিক্ষক সারিয়াকান্দির মামুনুর রশিদ এবং বগুড়ার সেল্স ডিস্টিবিউটর জাহিদুল ইসলাম (৪০)। এরা অনেকেই ১০ থেকে ১৫ দিন আগে ভর্তি হয়েছিল। এর আগে সুস্থ্যহয়ে আরো দুজন বাড়ি ফিরেছে।