বগুড়ায় করোনা রোগীর জন্য অক্সিজেন সিলিন্ডার দিল বিএনপি

বগুড়ায় করোনা রোগীর জন্য অক্সিজেন সিলিন্ডার দিল বিএনপি। ছবি-ওহাব

সুপ্রভাত বগুড়া (আবদুল ওহাব বগুড়া): বগুড়ায় কাভিড-১৯ এ সংক্রমিত ব্যক্তিদের চিকিৎসায় ব্যবহারের জন্য ২০টি অক্সিজেন সিলিন্ডার ও আনুষঙ্গিক সামগ্রী দিয়েছে বিএনপি।

আজ শনিবার ২১ জুন বিকেলে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান এবং মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক এ টি এম নুরুজ্জামানের কাছে এসব অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন।

বিএনপির পক্ষ থেকে সামগ্রীগুলো হস্তান্তর করেন জেলা বিএনপির সদস্য ডাক্তার শাহ মো. শাহজাহান আলী, বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাব নেতা মইনুল হাসান সাদিক এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যাপক আজফারুল হাবিব রোজ।

সামগ্রীগুলের মধ্যে রয়েছে ২০টি অক্সিজেন সিলিন্ডার, ২০ সেট ফ্লোমিটার, অক্সিজেন মাস্ক, নাজাল ক্যানুলা ও ট্রলি। এগুলো মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড ও নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকা করোনা রোগীদের চিকিৎসায় ব্যবহার করা হবে।

এ প্রসংগে বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজ বলেন, করোনায় সংক্রমিত মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে পর্যাপ্ত অক্সিজেন অতি জরুরি। তাছাড়া বগুড়ায় করোনা ভাইরাসের সংক্রমণ দিন দিন অবনতির দিকে যাচ্ছে।

এ অবস্থায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়ার লোকজনকে বাঁচাতে অক্সিজেন সিলিন্ডার সরবরাহের নির্দেশ দেন। তাঁর নির্দেশনায় এই ২০ সেট অক্সিজেন সিলিন্ডার দেওয়া হলো। এর আগেও বগুড়ায় চিকিৎসকদের জন্য এক হাজার ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) সরবরাহ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here