বগুড়ায় কর্মহীন মানুষের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করলেন লাখিন

আজ বুধবার শহরের কলোনী এলাকায় মেসার্স লাখিন এন্টারপ্রাইজ এর উদ্যোগে প্রানঘাতি করোনা ভাইরাস মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করেন সমাজসেবক ইঞ্জিঃ খায়রুল আলম লাখিন। ছবি-মামুন

সুপ্রভাত বগুড়া (মামুনুর রশিদ): আজ বুধবার বেলা ১২টার দিকে শহরের কলোনী এলাকায় মেসার্স লাখিন এন্টারপ্রাইজ এর উদ্যোগে প্রানঘাতি করোনা ভাইরাস মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করেন সমাজসেবক অত্র প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী ইঞ্জিঃ খায়রুল আলম লাখিন।

২’শতাধিক পরিবারের মাঝে মালটা, লেবু, ডিম, আটা, খেজুর, বিস্কুট, সাবান ও মাস্ক সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেন। বিরতণকালে তিনি বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশের সকল ধর্ম, বর্ণ, গোত্রের মানুষ মিলেমিশে বসবাস করে থাকে। সকলের মতের আদান প্রদান করতে দ্বিধাদ্বন্দ নেই।

এ বাঙ্গালী জাতি বিশ্বের ইতিহাসে সমৃদ্ধশালী জাতি হিসেবে বিবের্চ। যে কোন সংকটে ধর্মের ভেদাভেদ ভুলে গিয়ে সবাই সবার পাশে গিয়ে দাঁড়ায়। আজ নভেল করোনা ভাইরাস মোকাবেলায় এ দেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সকলের পাশে যেভাবে দাঁড়িয়েছেন আমরাও চেষ্টা করছি আপনাদের পাশে দাঁড়াবার।

করোনা ভাইরাস মোকাবেলায় আবারো আপনাদের মাঝে পুষ্টিকর খাদ্য সামগ্রী নিয়ে এসেছি। প্রয়োজন বোধে আপনাদের চাহিদামত সহযোগিতা করার ক্ষেত্রে আমার কার্পন্য থাকবে না। আমরা সকলেই লাল-সবুজের পতাকা স্বাধীন ভূ-খন্ড বাংলাদেশ নামক দেশের নাগরিক।

নাগরিক হিসেবে আপনাদের অধিকারকে অক্ষুন্ন রাখার জন্য বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে। তারই ধারাবাহিকতায় আমরাও আপনাদের অধিকার সংরক্ষণ রেখে আমার জীবদ্দশায় যে কোন সমস্যায় পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব।

এসময় উপস্থিত ছিলেন জালাল উদ্দিন, খোকন, মাহবুব আলম মামুন, মনজুরে মাওলা ও সাঈদ সহ প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here