বগুড়ায় তিন থানার ওসির রদবদল

228
বগুড়ায় তিন থানার ওসির রদবদল। ছবি-বাপ্পী

সুপ্রভাত বগুড়া (অভিজিৎ বাপ্পী শিবগঞ্জ প্রতিনিধি): বগুড়ার তিন থানার অফিসার ইনচার্জকে(ওসি) রদবদলের আদেশ দিয়েছেন পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা(বিপিএম বার)।

এই আদেশে  সদর থানার ওসি এসএম বদিউজ্জামানকে শিবগঞ্জ থানায়, শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমানকে শেরপুর থানায় এবং শেরপুর থানার ওসি হুমায়ুন কবিরকে সদর থানায় দাঁয়িত্বপালন করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা।