সুপ্রভাত বগুড়া (আবু সাঈদ হেলাল): আজ শজিমেক হাসপাতালের পিসিআর ল্যাব হতে ১৮৮টি নমুনার ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ৫৯জন বগুড়ার যার মধ্যে ৩জন করোনা সনাক্ত হয়েছে।
এবং বাকি ১২৯জন জয়পুরহাট জেলার, যার মধ্যে ১২ জন করোনা পজেটিভ। এ নিয়ে এখন পর্যন্ত বগুড়ায় করোনা আক্রন্ত মোট ১৭১জন।
এর মধ্যে ১জন মারা যাওয়ায় এবং ১৬জন সুস্থ্য হওয়ায় এখন বর্তমানে চিকিৎনাধীন রয়েছেন মোট ১৫৪জন।
আজ যারা করোনা সনাক্ত হয়েছেন তাদের মধ্যে গত ১৮মে ঢাকা থেকে আসা বগুড়া শহরের নেউজগাড়ী এলাকার একজন (৩০)।
অপর একজন ইতিপূর্বে আক্রান্ত হওয়া বগুড়া কারাগারের প্রথান কারারক্ষীর স্ত্রী (৩৭) এবং সর্বশেষ ব্যক্তি একজন (২৪), তার ব্যাপারে বিস্তারিত কোন তথ্য পাওয়া যায়নি।
সূত্র: ডা. মোস্তাফিজুর রহমান তুহিন ডেপুটি সিভিল সার্জন, বগুড়া।