সুপ্রভাত বগুড়া (দৌলত জামান): বগুড়ায় নতুন ডেপুটি কমিশনার (ডিসি) হিসেবে যোগদান করলেন মো. জিয়াউল হক। রোববার (৫ জুলাই) তিনি বগুড়ায় যোগদান করেন বলে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুম আলী বেগ নিশ্চিত করেন।
এর আগে গত ২৫জন নতুন ডিসি নিয়োগ দিয়ে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারি সচিব শেখ রাসেল হাসান ওই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।
বগুড়ার সাবেক ডিসি ফয়েজ আহম্মেদ পদোন্নতি পেয়েছেন। তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সদস্য হিসেবে পদায়ন করা হয়েছে।
তাকে রোববার আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়েছে।