পুরান বগুড়ায় বিশিষ্ট্য ব্যবসায়ী সম্রাটের উদ্যোগে দুস্থদের মাঝে বস্ত্র, নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ

258

সুপ্রভাত বগুড়া (আবু সাঈদ হেলাল): বগুড়া শহরের পুরান বগুড়ায় ঐতিহ্যবাহী বাঘ মার্কা মকবুল গুল ও সম্রাট জর্দ্দা ফ্যাক্টরী’র অর্থায়নে শহরের পুরান বগুড়ায় ৩ হাজার পরিবারের মাঝে বস্ত্র, নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

আজ বুধবার সকালে কর্মহীন ও দুস্থ ছেলেদের লুঙ্গী, মহিলাদের শাড়ি , থ্রি পিস ও খাদ্য সামগ্রী এবং নগদ অর্থ বিতরণ করেন উক্ত ফ্যাক্টরীর স্বত্তাধীকারী শাজাহান আলী সম্রাট।

এছাড়াও তিনি প্রতিদিন অসচ্ছল রোজাদের জন্য ইফতার বিতরণ করে যাচ্ছেন।এসময় উপস্থিত ছিলেন হেলাল উদ্দিন শেখ, আখতারুজ্জামান সাবু প্রমূখ।