সুপ্রভাত বগুড়া (আবদুল ওহাব): বগুড়া জেলা শহর থেকে গাবতলী – সারিয়াকান্দী উপজেলা যাতায়াতের একমাত্র সড়কটির বেইলী ব্রীজ ভেংগে সিমেন্ট বোঝাই ট্রাক ইছামতি নদীতে পড়ে গেছে।
আজ শনিবার ১৮ জুলাই সকাল ৯ টার দিকে ওই সড়কের গাবতলী সাবাসপুর এলাকার বেইলী ব্রীজটি ভেংগে এ অনাকাংখিত ঘটনা ঘটে।
প্রত্যাক্ষদর্শীরা জানান, বগুড়া শহর থেকে সারিয়াকান্দী উপজেলা সদরে যাওয়ার পথে একটি সিমেন্ট বোঝাই ট্রাক বেইলী ব্রীজটির উপর দিয়ে যাওয়ার সময় ব্রীজটি ভেংগে নীচ দিয়ে প্রবাহিত ইছামতি নদীতে পড়ে যায়।
ট্রাকটিও নদীতে পরে। গহরুতর আহত হয় পরিবহনটির চালক ও হেলপার। পরে তাদেরকে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছল। গাবতলী থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এই দুর্ঘটনার ফলে বগুড়া থেকে গাবতলী ও সারিয়াকান্দী উপজেলা যাতায়াত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।