বগুড়ায় যুবলীগ নেতা লাখিন এর অর্থায়নে শাড়ি-লুঙ্গি বিতরণ

272

সুপ্রভাত বগুড়া (আবু সাঈদ হেলাল): পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মেসার্স লাখিন এন্টারপ্রাইজ এর স্বত্তাধিকারী ও বগুড়া জেলা যুবলীগ নেতা এবং সমাজসেবক ইঞ্জিঃ খায়রুল আলম লাখিন এর নিজস্ব অর্থায়নে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি ও সেমাই, চিনি বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার বেলা ৩টা দিকে শহরের কলোনী এলাকায় প্রানঘাতি করোনা ভাইরাসের প্রভাবে দেশের বিরাজোমান পরিস্থিতিতে এবং করোনা ভাইরাস মোকাবেলায় ১৫০ শতাধিক পরিবারের মাঝে শাড়ি-লুঙ্গি, সেমাই, চিনি ও নগদ অর্থ বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণকালে তিনি বলেন, নভেল করোনা ভাইরাস মোকাবেলায় এ দেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সকলের পাশে যেভাবে দাঁড়িয়েছেন আমরাও চেষ্টা করছি আপনাদের পাশে দাঁড়াবার।

আমরা স্বাধীন দেশের নাগরিক হিসেবে আপনাদের অধিকারকে অক্ষুন্ন রাখার জন্য বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছেন।

জননেত্রী শেখ হাসিনা এ দেশের আবাল বৃদ্ধ বনিতার কল্যাণের জন্য অর্থাৎ করোনা মোকাবিলার জন্য যথেষ্ট সহযোগিতা অব্যাহত রেখেছেন।

তারই ধারাবাহিকতায় আমাদের প্রত্যেকের স্ব-স্ব অবস্থান থেকে কর্মহীন মানুষের পাশে দাঁড়ানো উচিত।

এসময় উপস্থিত ছিলেন, মাহবুব আলম মামুন, তুহিনুল ইসলাম তুহিন, ইমতিয়াজ ইসলাম নিবিড়, রবিউল ইসলাম, মানিক, রবিন, রাফি, আলামিন, রাহাত, সবুজ সওদাগর ও হৃদয়, অন্যান্য ব্যক্তিবর্গ প্রমূখ।