স্টাফ রিপোর্টার: বগুড়া র্যাব-১২ ক্যাম্পের একটি আভিযানিক দল বৃহস্পতিবার বেলা ২টায় জেলার গাবতলী উপজেলার দূর্গাহাটা ইউনিয়নের চকবেড়া গ্রামের পাঁকা রাস্তার শেষ মাথা সংলগ্ন মোঃ কুদ্দুস সরকারের বাগানের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান চারিয়ে মাদক ব্যবসায়ী মোঃ জনাব আলী (২২) কে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
এসময় র্যাব তার কাছ থেকে ১টি মোবাইল ও ২টি সিম কার্ড উদ্ধার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বগুড়ার গাবতলী উপজেলার বাইগুনি কালুডাঙ্গা পাড়া গ্রামের মোঃ আব্দুস সামাদ প্রামানিকের পুত্র।