সুপ্রভাত বগুড়া (মামুনুর রশিদ): মরণঘাতি করোনা ভাইরাসের প্রভাবে বগুড়ায় কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে শহরের লতিফপুর টোনাপাড়া প্রীতি প্রাইমারি স্কুল মাঠে লাল মিয়া স্মৃতি সংঘের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ সামগ্রী বিতরণ করেন বিশিষ্ট ব্যবসায়ী সেলিম মাহমুদ ফেরদাউস।
বিশেষ অতিথি ছিলেন বগুড়া সদর ট্রাফিক পুলিশ ফাঁড়ির টিআই সালেকুজ্জামান খান সালেক, বগুড়া মূক বধির বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আহম্মেদ। এসময় উপস্থিত ছিলেন লাল মিয়া স্মৃতি সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি বাবলা,
সাঈদ, রাব্বি, আনোয়ার, মুন্সি, সুনো, সদস্য ফারুক সহ প্রমূখ। ১০০জন পরিবারের মাঝে সেমাই, চিনি ও গুড়ো দুধ সহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়।