বগুড়ায় করোনা সংক্রমণ ঠেকাতে ১২ জুন থেকে ১৯ জুন পর্যন্ত দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত !

195
বগুড়ায় সংক্রমণ ঠেকাতে ১২ জুন থেকে ১৯ জুন পর্যন্ত দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত ! ছবি-প্রতিবেদক

সুপ্রভাত বগুড়া (নিজস্ব প্রতিবেদক): করোনাভাইরাসের বিস্তাররোধে বগুড়ায় আগামী ১২ জুন থেকে ১৯ জুন পর্যন্ত দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত  নেওয়া হয়েছে।

বুধবার বগুড়ার ব্যবসায়ী নেতারা সভা করে এই সিদ্ধান্ত নেয়। বগুড়ার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির কার্যালয়ে এই সভায় আয়োজন করা হয়।

তবে জনসাধারণের প্রয়োজনে শুধুমাত্র ঔষধের দোকান, কাঁচাবাজার ও ফলমূলসহ জরুরি প্রয়োজনীয় দ্রব্যের  দোকান খোলা রাখা যাবে।

সিদ্ধান্তের বিষয়টি জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ ও জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞাকে জানানো হয়েছে।

বগুড়া চেম্বারের সহ-সভাপতি মো. মাফুজুল ইসলাম রাজ বিষয়টি নিশ্চিত করেছেন ।