সুপ্রভাত বগুড়া (আকাশ সরকার রাসেল): বগুড়ার আদমদীঘিতে স্বামীর উপড় অভিমানে সনজু বেগম (৩০) নামের এক গৃহবধু বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনে আত্মহত্যা করেছে।
সনজু বেগম আদমদীঘির পশ্চিম ছাতনি গ্রামের শাহিন আলমের ১ম স্ত্রী। বৃহস্পতিবার সকালে স্বামীর বাড়িতে বিষপান করলে তাকে মূমূষ অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে নেয়ার পথে সনজু বেগম মারা যায়।
এ ঘটনায় আদমদীঘি থানায় একটি ইউ.ডি মামলা হয়েছে। পুলিশ দুপুরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ওসি জালাল উদ্দীন জানান. গৃহবধু সনজুর বাবার বাড়ি যশোহর জেলায় তার স্বজনরা আসার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলেই রয়েছে। থানায় কোন মামলা কিংবা লাশ মর্গে প্রেরন করা হয়নি।