বগুড়া কালিবালার মর্ডান স্পোটিং ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত!!

381
বগুড়া কালিবালার মর্ডান স্পোটিং ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত!! ছবি-দিপংকর

সুপ্রভাত বগুড়া (এ কে দিপংকর): বগুড়ায় শহরের ১৯নং ওয়ার্ডের কালিবালা মর্ডান স্পোটিং ক্লাবের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ ডিসেম্বর) বিকেলে কালিবালা ঈদগাহ মাঠে ফুটবল খেলায় ট্রাইব্রেকারে আটাপাড়া একতা স্পোটিং ক্লাব ৫-৪ গোলে বারপুর মধ্যপাড়া মোজামনগর জাগরন স্পোটিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি ও জোড়া খাসি জয় লাভ করে।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন ১৯নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী এস এম সোহাগ ও নজরুল ইসলাম বাবু অত্র ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী।

এ সময় উপস্থিত ছিলেন ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মিঠু শেখ, বিশিষ্ট ব্যবসায়ী জুয়েল শেখ, খোকা হাজী, তুষারসহ অত্র এলাকার ক্রীড়ানুরাগি ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।।