সুপ্রভাত বগুড়া (আবদুল ওহাব বগুড়া প্রতিনিধি): বগুড়ার নন্দীগ্রামে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছে।
আজ মঙ্গলবার ২ জুন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার এ তথ্য নিশ্চিত করেন ।
তিনি জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন এর করোনা উপসর্গ দেখা দিলে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সেখানে পরীক্ষা শেষে তার শরীরে করোনা সংক্রমণের পজিটিভ রিপোর্ট আসে।
তিনি আরও জানান, এ নিয়ে উপজেলায় চিকিৎসক সহ মোট ৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।