বগুড়া পৌরসভার ১৫ নং ওয়ার্ডে কাউন্সিলর আমিনুলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

247

সুপ্রভাত বগুড়া (আল-আমীন): বগুড়া পৌরসভার ১৫ নং ওয়ার্ডের ১৫০ জন অসহায় মানুষকে কাউন্সিলরের ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সামগ্রী দেয়া হয়েছে।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১ টায় শহরের চারমাথায় কাউন্সিলরের কার্যালয়ে সামাজিক দুরত্ব নিশ্চিত করে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ও ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম কর্মহীন মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন।

বিতরনকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক সফিকুল ইসলাম, সমাজসেবক নুরুল আলম, নুর আমিন, যুবলীগ নেতা লিটন প্রাং প্রমুখ।

পৌর কাউন্সিলর আমিনুল ইসলাম বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অসহায় মানুষের কাছে খাদ্য সহায়তা পৌছে দিচ্ছি।

তিনি সবাইকে ঘরে থাকার আহবান জানানো সহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।