বগুড়া শাজাহানপুরে জাতীয় পার্টির নেতার বোনের ইন্তেকাল

349
বগুড়া শাজাহানপুরে জাতীয় পার্টির নেতার বোনের ইন্তেকাল। প্রতিকী-ছবি

সুপ্রভাত বগুড়া (আবদুল ওহাব শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে গোহাইল ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ মোক্তার হোসেনের বড় বোন মোছাঃ ফরিদা বেগম বার্ধক্য জনিত কারনে ইন্তোকাল করেছেন। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছ্ ে।

মঙ্গলবার ৩ জুন উপজেলার তাড়ইল গ্রামে নিজ বাস ভবনে তার এই জীবনাবসান ঘটে।
মৃত্যুর পর মরহুমার অসংখ্য আত্মীয় স্বজন ও পাড়া প্রতিেিবশী এক নজর শেষ দেখার জন্য তার বাড়িতে ভীড় জমান।

এসময় আবেগ আপ্লুত হয়ে পড়েন সকলেই। তারা সকলেই শোক শন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন।

তিনি ছিলেন, সাদামাটা জীবনের অধিকারী। গৃহীনি হিসেবেই তিনি সারাটা জীবন অতিবাহিত করেছেন। মৃত্যুকালে তিনি স্বামী এবং ৩ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।