বগুড়া সদরের নিশিন্দারা ইউপিতে করেনায় কর্মহীনদের মাঝে ৯ম ধাপে প্রধান মন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ

মঙ্গলবার সকালে বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়ন পরিষদে ৯ম ধাপে প্রধান মন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী করোনায় কর্মহীনদের মাঝে বিতরণ কার্যক্রমে উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান সহিদুল ইসলাম। ছবি- আবু সাঈদ

স্টাফ রিপোর্টার: করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলার লক্ষে ৯ম ধাপে প্রধান মন্ত্রীর উপহার করোনায় কর্মহীন দুস্থ অসহায় ৩ শতাধিক পরিবারের মাঝে ১০কেজি করে চাল ও ৩ কেজি করে আলু বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়ন পরিষদ চত্বরে বিতরণ কার্যক্রমে উদ্বোধন করেন নিশিন্দারা ইউপি চেয়ারম্যান সহিদুল ইসলাম সরকার।

এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার আঃ ওহাব, ইউপি সচিব নজরুল ইসলাম, ইউপি সদস্য জহুরুল ইসলাম, ফিরোজ আল মামুন, মোজাফ্ফর হোসেন, লাল মিয়া, শহিদুল ইসলাম নান্টু, শাজাহান, সংরক্ষিত মহিলা সদস্য সাবিনা, স্বপনা, কোহিনুর বেগম।

বিতরনের পূর্বে সুবিধা ভোগীদের উদ্দেশ্যে চেয়ারম্যান সহিদুল ইসলাপম বলেন, সংকট মোকাবেলায় সাহসী ভ‚মিকাই একমাত্র পথ, সংক্রমণ রোধে সামাজিক দুরত্ব বজায় রেখে চলতে হবে।

প্রয়োজন ছাড়া বাহিরে বের না হয়ে সবাই বাড়িতে থাকুন। প্রধান মন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী আমরাই আপনাদের বাড়িতে পৌছে দিব। সর্বদা মাস্ক ব্যবহার করুন। পাশাপাশি সরকারের সকল স্বাস্থ্য বিধি ও বার বার হাত ধৌত করার আহবান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here