বগুড়া সদরের লাহিড়ীপাড়ার পীরগাছা হাটে হতদরিদ্রদের মাঝে খাদ্যবান্ধব ১০ টাকা কেজির চাল বিতরন শুরু

315

সুপ্রভাত বগুড়া (এ এম দৌলত): বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের পীরগাছা হাটে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হতদরিদ্রদের জন্য খাদ্যবান্ধব ১০ টাকা কেজির চাল সামাজিক দূরত্ব বজায় রেখে ডিলার মোঃ আব্দুর রহমান স্বচ্ছতার সহিত সুষ্ঠুভাবে বিতরণ শুরু হয়েছে।

প্রতিটি সুবিধাভোগী কার্ডধারী ১০ টাকা কেজি দরে ৩০ কেজি চাল ক্রয় করছে। যার নামে কার্ড আছে সে ব্যক্তি কার্ড নিয়ে এসে চাল উত্তোলন করছে। ডিলার আব্দুর রহমান জানান, সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এ চাল দেওয়া হচ্ছে।

এক জন কার্ডধারীকে ৩০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। কাউকে কম দেওয়া হচ্ছে না। একজনের কার্ডের চাল অন্য জন্য নিতে চাইলে তা দেওয়া হচ্ছে না।

একজন ব্যক্তি কার্ড নিয়ে আসলে ডিলারের কাছে খাদ্য অধিদপ্তর কর্তৃক লিষ্ট দেওয়া আছে সেটা যাচাই করে চাল দেওয়া হচ্ছে।

চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি অফিসার (দায়িত্বপ্রাপ্ত) ট্যাক অফিসার এনামুল হক, ডিলার আব্দুর রহমানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা।