বগুড়া সদরে মোট করোনা আক্রান্ত ১৬৭৯জন যে যে এলাকার !

195

স্টাফ রিপোর্টার : বগুড়ায় করোনা সংক্রমণের হার দিন দিন বেড়েই চলেছে  বগুড়ায় ১ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সেই থেকে ২৩জুন এর সর্বশেষ ফলাফল অনুযায়ী বগুড়ায় মোট আক্রান্ত হয়েছেন ২৪০৭জন।

আজ বুধবার সিভিল সার্জন কার্যালয় থেকে দেয়া তথ্য বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে। এখন পর্যন্ত জেলায় সদর উপজেলায়  সর্বোচ্চ মোট আক্রান্ত হয়েছে ১৬৭৯জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৩৭জন।

সদর উপজেলা ফোকাল পার্সন ডা. মনিরুজ্জামান মনির  বলেন, ‘ সদর উপজেলার চেলোপাড়া ১০১, নারুলী ৫৩, কৈপাড়া ১২, নাটাইপাড়া ৪৬, বউবাজার ২, সাবগ্রাম ১৫, ধাওয়াপাড়া ৯, মালতীনগর ৫৬, বকশীবাজার ১২, জলেশ্বরীতলা ৫৮, ঠনঠনিয়া ৬২, কলোনী ও লতিফপুর ৪৪, চকফরিদ ৫, চকলোকমান ৬, বেজোড়া ৪, চক সূত্রাপুর ২৩, ভাটকান্দি ৫, পার বগুড়া ৬, সেউজগাড়ী ২০, কানুছগাড়ী ১০, রহমাননগর ১৮, কাটনারপাড়া ৩৯,

শিববাট্টি ১৮, কালিতলা ২১, দত্তবাড়ি ১৩, মাটিডালী ২৪, বাদুরতলা ৩২, সূত্রাপুর ৫০, উপশহর ৩২, নামাজগড় ২০, সুলতানগঞ্জ পাড়া ৫, খান্দার ১২, নিশিন্দারা ৪২, বড়গোলা ১৫, আটাপাড়া ১৭, বৃন্দাবনপাড়া ৩৯, জয়পুরপাড়া ও বিসিক ১০, জহুরুলনগর ১৮, জামিলনগর ৭, ফুলতলা ১৫, ফুলদিঘী ৬, ফুলবাড়ী ৪১, পালশা ১০, তিনমাথা ৮, চারমাথা ৯, ছিলিমপুর ৯, পুরাণ বগুড়া ৫, শাকপালা ৮, হাকিড় মোড় ৫, তেতুলতলা ১, কৈগাড়ী ১১, বারোপুর ৯, ঝাউতলা ১, রাজাবাজার ৩, নিউ মার্কেট ৬, সাতমাথা ৩, ধরমপুর ৭, মালগ্রাম ২১, 

চাঁদপুর ২, গোদারপাড়া ৯, চাদপাড়া ১, নূরানীমোড় ৬, মফিজ পাগলার মোড় ২, পিটি আই মোড় ১, আজাদ পাম্প ১, জাহাঙ্গীরাবাদ ১, সবুজবাগ ৮, কৈচড় ২, সোহারপাড়া ১, বেলাইল ৩, চৈতনাপুর ১, বানদিঘী ১, কামারগাড়ী ৬, ফাপোড় ২, শহরদিঘী ৩, তিলেরপাড়া ১, নওদাপাড়া ৫, বাঘোপাড়া ৩, গোকুল ১৭, মহিষ বাথান ৫, এরুলিয়া ২,  হাজরাদিঘী ১, রাজাপুর ১, নুনগোলা ৬, আশাকোলা ১,

বুজরুকবাড়িয়া ১, লাহিড়ী পাড়া ২, মেঘাগাছা ৪, দশটিকা ৩, চালিতাবাড়ী ২, চক আলম ১, কামারখন্ড ১, শেখেরকোলা ৩, নামুজা ৭, ছোট কুমিড়া ২, ঠেঙ্গামারা ৪, শজিমেক ২৯, টিএমএসএস ৭, মোহাম্মদ আলী হাসপাতাল ১৩,  পুলিশ লাইন্স ৭২, জেলা কারাগার ১৫,

জজ কোর্ট ১, সদর থানা ৫, নারুলী পুলিশ ফাড়ি ৩, এপিবিএন ৩ ও বাংলাদেশ ব্যাংক স্টাফ কোয়ার্টার ৬জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া ফোন বন্ধ, ভুল নাম্বার,  নাম্বার নেই, অন্য জেলা ও উপজেলা এমন রোগীর সংখ্যা ২৪২জন।