বগুড়া সারিয়াকান্দিতে সাত বছরের এক শিশু কন্যাকে ধর্ষণ !

সুপ্রভাত বগুড়া (আকাশ সরকার রাসেল): বগুড়ার সারিয়াকান্দিতে প্রথম শ্রেনীতে পড়ুয়া সাত বছরের এক শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজনকে আটক করেছে থানা পুলিশ।

শনিবার (১১ জুলাই) রাতে অভিযুক্ত কালাম মিয়া (১৬) কে আটক করা হয়েছে। আটক কালাম মিয়া উপজেলার কুতুবপুর ইউনিয়নের দেবডাংগা গ্রমের রাজু মিয়ার ছেলে।

সূত্র জানায়, ১১জুলাই শনিবার দুপুরে জনৈক দুলু মন্ডলের শিশু কন্যাকে ফুসলিয়ে বাড়ীর পাশে ফাকা যায়গায় নিয়ে গিয়ে যৌন নির্যাতনরে চেষ্টা করে। পরে ওই শিশুটি নিজ চেষ্টায় বাড়ীতে এসে বিষয়টি তার পরিবার কে জানালে তারা  সেই লম্পট কে আটকে রেখে পুলিশে দেয়।

এব্যাপারে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা জানার পরই আমি ফোর্স পাঠিয়ে হোতাকে আটক করেছি। গ্রেফতার কৃত ওই কালাম মিয়ার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার দায়ে মামলার প্রস্ততি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here