বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর মামলায় হুকুমের আসামি খালেদা-তারেক-ফখরুল

364
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর মামলায় হুকুমের আসামি খালেদা-তারেক-ফখরুল । ছবি-সংগ্রহ

সুপ্রভাত বগুড়া (জাতীয়): বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় মামুনুল হকসহ হেফাজতে ইসলামীর ৩ নেতার বিরুদ্ধে আদালতে নালিশি মামলা করা হয়েছে। এ মামলায় হুকুমের আসামি করা হয়েছে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াসহ ৩ জনকে।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আগামীকাল আদেশের জন্য রেখেছেন। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালতে জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী বাদী হয়ে এই মামলা করেন৷

মামলায় মূল আসামি করা হয়েছে হেফাজতের আমির মাওলানা জুনায়েদ বাবুনগরী, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক ও ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি ফয়জুল করিমকে।

পাশাপাশি হুকুমের আসামি করা হয়েছে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে।

বাদীর আর্জিতে হেফাজত নেতাদের বিভিন্ন বক্তব্যকে অভিযোগ হিসেবে আনা হয়। অপরদিকে এই মৌলবাদী গোষ্ঠীকে বিভিন্নভাবে সহযোগিতা ও জোটগত রাজনীতির মাধ্যমে পৃষ্ঠপোষকতার অভিযোগ আনা হয় খালেদা জিয়া-তারেক-ফখরুলের বিরুদ্ধে।