বদলগাঁছীতে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে আওয়ামীলীগের বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

380
বদলগাঁছীতে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে আওয়ামীলীগের বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত। ছবি-বুলবুল

সুপ্রভাত বগুড়া (বুলবুল আহম্মেদ ( বুলু) বদলগাঁছী, (নওগাঁ)প্রতিনিধি: কুষ্টিয়ায় নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে নওগাঁর বদলগাঁছীতে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বোরবার সকাল ১১টায় বদলগাঁছী উপজেলার চার মাথার মোড়ে আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা,অনুষ্ঠিত, হয়েছে।

প্রতিবাদ সভায় উপজেলা আওয়ামীরীগের সাধারণ সস্পাদাক আলহাজ্ব আবু খালেক ( বুলু) সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী যুবলীগ সভাপতি, ইমামুল আল হাসান ( তিতু) বদলগাঁছী ( সদর) ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম,

৪ নং মিঠাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ হোসেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জবির উদ্দিন আওয়ামী লীগ নেতা বাবর আলী যুবলীগ সিনিয়র সভাপতি মনিরুজ্জামান সাজু উপজেলা মহিলা লীগের সম্পাদিকা মমতাজ চৌধুরী ছাত্রলীগ সেক্রেটারি শামসুজ্জামান হীরা। সহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।