
সুপ্রভাত বগুড়া(বুলবুল আহম্মেদ (বুলু) নওগাঁ বদলগাঁছী প্রতিনিধি): প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দু নয়ন সারা বাংলার উন্নয়ন। সরকারের উন্নয়নের অংশ হিসেবে নওগাঁ বদলগাঁছী উপজেলার মিঠাপুর ইউনিয়নের অসহায় বিধবা,বয়স্ক ও প্রতিবন্ধীদের মাঝে ভাতা কার্ড প্রদান করা হয়।
বদলগাঁছী উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে ভাতা কার্ড প্রদান করেন বদলগাঁছী উপজেলা মিঠাপুর ইউনিয় আওয়ামীলীগের সভাপতি মোঃ আহ্সান হাবিব এসময় উপস্থিত ছিলেন মিঠাপুর ইউনিয় আওয়ামীলীগের সেক্রেটারি ও ইউনিয় চেয়ারম্যান আলহাজ্ব মোঃফিরোজ হোসেন ।