বদলগাছীতে বিদ্যুৎ স্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু !

224
বদলগাছীতে বিদ্যুৎ স্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু ! ছবি-বুলবুল

সুপ্রভাত বগুড়া (বুলবুুল আহাম্মেদ(বদলগাছী, নওগাঁ): নওগাঁর বদলগাছীতে বিদ্যুৎ স্পৃষ্টে সৈকত বিন আনোয়ার(১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। আজ সকাল ১০ টায় উপজেলার কোলা বাজারে হালখাতার মাইক টাঙাতে গিয়ে এ বিদ্যুৎ স্পৃষ্টের ঘটনা ঘটে।

এ ঘটনায় ডেকোরেটর মালিক সুজন হোসেন গুরুতর আহত হয়েছেন। নিহত সৈকত বিন আনোয়ার জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার গণিপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে এবং নওগাঁ সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

জানা যায়, সৈকত বিন আনোয়ার আজ সকাল কোলা বাজারে তার মামা সোহেলের দোকানে হালখাতা উপলক্ষে বাঁশের খুঁটিতে মাইক বাঁধছিল।

অসাবধানতাবশত বাঁশের খুঁটিটি মেইন লাইনে পড়ে গেলে তার ছিড়ে সৈকত বিন আনোয়ার ও ডেকোরেটর মালিক সুজন হোসেন মেইন লাইনের সাথে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পথে সৈকত বিন আনোয়ার মারা যান। ডেকোরেটর মালিক সুজন হোসেন হাসপাতালে চিকিৎসাধীন।

সৈকত বিন আনোয়ার বদলগাছী উপজেলার কোলা ইউপির তেতুলিয়া গ্রামে তার নানার বাড়িতে থেকে পড়ালেখা করত।

তার বাবা আনোয়ার হোসেন বর্ডার গার্ড বাংলাদেশে কর্মরত। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বদলগাছী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী জোবায়ের আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।