বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের দামে ধস নামায় ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত সৌদি’র

231

সুপ্রভাত বগুড়া (আন্তর্জাজিক): বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের দামে ধস নামায় ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। একইসঙ্গে ভাতা বন্ধ করে দেওয়া হবে বলেও  জানানো হয়েছে। খবর বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের তেল থেকে আয় আগের বছরের তুলনায় এক-চতুর্থাংশ কমে ৩ হাজার ৪০০ কোটিতে নেমে এসেছে। এতে সার্বিক মুনাফা প্রায় ২২  শতাংশ কমে গেছে। 

তাই আগামী জুলাই মাসের ১ তারিখ থেকে ৫-১৫ শতাংশ ভ্যাট বাড়ানো হবে এবং জুন মাস থেকে বন্ধ থাকবে ভাতা প্রদান।

অর্থমন্ত্রী মোহাম্মদ আল-জাদান বলেন, ‘তেলের দাম পড়ে যাওয়া এবং করোনা ভাইরাসের কারণে বিধ্বস্ত অর্থনীতিকে টেনে তোলার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

’আয় থেকে ব্যয় বেড়ে যাওয়ায় চলতি অর্থবছরের প্রথম তিন মাসে দেশটির বাজেটে প্রায় ৯০০ কোটি ডলার ঘাটতি দেখা দেওয়ার পর ভ্যাট বৃদ্ধি ও ভাতা বন্ধের ঘোষণা আসলো।

প্রসঙ্গত, ২০১৮ সালে সৌদি আরব প্রথমবারের মতো ভ্যাট আরোপ করে।তখন তেল নির্ভর অর্থনীতি থেকে সরে আসার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।