বিশ্ব থেকে করোনাভাইরাস কখনোই সম্পূর্ণ নির্মূল হবে না : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

276

সুপ্রভাত বগুড়া (আন্তর্জাতিক): বিশ্ব থেকে করোনাভাইরাস কখনোই নির্মূল হবে না বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।

করোনাভাইরাস দীর্ঘস্থায়ীভাবে ভোগাবে বলে মন্তব্য করেছেন সংস্থাটির হেলথ ইমারজেন্সি প্রোগ্রামের নির্বাহী পরিচালক ড. মাইক রায়ান।

বুধবার কভিড-১৯ সংক্রান্ত সম্মেলনে এ তথ্য দেয় হু। মাইক রায়ান বলেন, করোনা হবে এইডসের মতো। হামসহ অন্যান্য অনেক রোগের ভ্যাকসিন থাকলেও এসব রোগ এখনো নির্মূল হয়নি।

ফলে করোনা ভাইরাস নির্মূল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তাই এই ভাইরাসকে নিয়ন্ত্রণে আনাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

দীর্ঘদিন এ ভাইরাসের সংক্রমণ ছড়াতে থাকলে ফল মারাত্মক হবে বলেও সতর্ক করে সংস্থাটি।