সুপ্রভাত বগুড়া (আন্তর্জাতিক): বিয়ের একদিন পরই বউকে ৩ লাখ রুপিতে বিক্রি করলেন এক লোক। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালা এলাকায়।
স্থানীয় পুলিশ জানিয়েছে, বিক্রিত মেয়েটি ঘটানার ৩ সপ্তাহ পর লাহোর থেকে পালিয়ে নিজ বাড়িতে আসে। খবর গলফ নিউজ’র।
জানা যায়, বিয়ের একদিন পর স্বামী উসমান স্ত্রীকে লাহোরে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে তাকে বিক্রি করে দেয়।
উসমান তাকে ৩ লাখ রুপির বিনিময়ে বিক্রি করেছে বলে জানায় বিক্রিত স্ত্রী। গুজরানওয়ালার (ডেপুটি পুলিশ সুপার) ডিএসপি নাওয়াজ সেয়াল বলেন,
‘ভিকটিম মেয়েটির মেডিকেল রিপোর্ট চেক করার পর মামলা দায়ের করা হয়েছে। মেয়েটির স্বামী এবং তাকে ক্রয় করা ব্যক্তিদের সন্ধান করছে পুলিশ। খুব দ্রুতই তাদের গ্রেফতার করা হবে।’