বেনাপোলে ভারত থেকে আমদানীকৃত পণ্য বন্ধ ঘোষনা

192
বেনাপোলে ভারত থেকে আমদানী কৃতপণ্য বন্ধ ঘোষনা। ছবি-কামাল হোসেন

সুপ্রভাত বগুড়া (কামাল হোসেন, বেনাপোল): যশোরের বেনাপোল স্থল বন্দর দিয়ে প্রায় তিন মাস পর আমদানী কার্যক্রম শুরু হয়েছিল। কিন্তু হটাৎ করে বেনাপোল বন্দর সি এন্ড এফ কর্মচারীরা রপ্তানি না হওয়ায় আমদানীকৃত পণ্য বন্দ ঘোষনা করলো।

বুধবার(১লা জুলাই)সকালে আমদানীও রপ্তানীকারকরা সবাই সম্মিলিত হয়ে আমদানী বানিজ্য কার্যক্রম বন্দ করে দেয়। রপ্তানিকারকদের দাবী আমদানীর পাশাপাশি রপ্তানিও চালু হোক।

শুধু ভারত থেকে আমদানি হবে আর বাংলাদেশ থেকে কোন রপ্তানি হবে না এটা তারা মানতে দ্বিমত পোষন করে রপ্তানিকারকরা। এজন্য আমদানী প্রধান গেট বন্ধ করে দিয়েছে রপ্তানি কারকরা।

এ বিষয়ে বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশন এর সাধারন সম্পাদক মোঃসাজেদুর রহমান জানান,প্রায় তিন মাস ৮দিন পর আমদানী হচ্ছিলো কিন্তু বাংলাদেশ থেকে কোন রপ্তানি পন্য ভারত নিচ্ছে না।

সে জন্য বাংলাদেশের রপ্তানিকারকরা ক্ষতির সম্মুখীন হচ্ছে হাজার হাজার কোটি টাকা। রপ্তানিকারকদের অর্ডার বাতিল হয়ে যাচ্ছে।

এ সমস্ত কারনে রপ্তানিকারকরা বার বার ভারতের প্রতিনিধিদেরকে বলার পরেও কোন ব্যবস্থা না নেওয়ায় রপ্তানিতারকরা আমদানী-রপ্তানি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। আজ থেকে আমদানি কার্যক্রম বন্ধ রয়েছে।পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত এ কার্যক্রম বন্দ থাকবে।