ভাগ্য যখন বারবার টানে ট্রাকের চাকা, সেটাও আবার শুধুই দুটি পা

310

সুপ্রভাত বগুড়া (এ,কে,দিপংকর, বগুড়া সদর উপজেলা প্রতিনিধি): ছেলেটির নাম তাইজুল। বাড়ি কিচক বাসস্ট্যান্ডে। পিতার নাম হবিবর। পেশায় ট্রাকের হেলপার। বাড়িতে মাকে না জানিয়ে গেছেন ট্রাকের টিপে দিনাজপুরে।

লন্ত গাড়িতে উঠতে গিয়ে হাত ফসকে পড়ে যান ট্রাকের চাকার নিচে। ট্রাকের আগের ও পিছের উভয় চাকায় যায় তার দুটি পায়ের উপর দিয়ে। থেতলে যায় দুটি পা। সেখান থেকে নিয়ে আসা হয় টিএমএসএস মেডিকেলে।

রক্ত বন্ধ না হওয়া ও রুগীর অবস্থা খারাপ দেখে পরে সেখান থেকে পাঠানো হয় জিয়া মেডিকেলে। মায়ের আহাজারীতে ভারী হয়ে যায় মেডিকেল চত্তর। কখনো তিনি জ্ঞান হারাচ্ছিলেন আবার কখনো বিলাপ করে বলছিলেন এর আগেও তার ছেলের পা এরকম দুইবার ট্রাকের নিচে পড়েছিল।

ফলে তার আগে থেকেই পায়ের সমস্যা ছিল। ছেলেকে ট্রাকে যেতে নিষেধ করলেও সে না বলেই গেছে ট্রাকের হেলপারি করতে। কিন্তু ভাগ্য যে তাকে বার বার টানে ট্রাকের চাকার নিচে।

আবারো তার সেই দুটি পা থেতলে গেছে ট্রাকের চাকায়। কিন্তু কে জানে এবার সে ফিরতে পারবে কিনা স্বাভাবিক অবস্থায়।