সুপ্রভাত বগুড়া ডেস্ক: বিদ্যুতের ভূতুড়ে বিল কান্ডে এবার চাকরি গেল ঢাকার একাংশের বিদ্যুৎ বিতরণ সংস্থা ডিপিডিসি’র চার প্রকৌশলীর। ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।
গত কয়েকমাসে সারাদেশে মাত্রাতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ করেন গ্রাহকরা। বিষয়টি নিয়ে গত সপ্তাহে একটি টাস্কফোর্স গঠন করে বিদ্যুৎ বিভাগ। তারা অন্তত ৩’শ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করে।
অন্যদিকে বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলো নিজেরা তদন্ত করে। এর মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ আসে ডিপিডিসি’র বিরুদ্ধে। শনিবারই ভুতুড়ে বিদ্যুৎ বিলের দায়ে ৪ জন প্রকৌশলীকে বরখাস্ত করা হয়।
অন্যদিকে কোম্পানিটির ৩৬টি স্থানীয় কার্যালয়ের প্রধান প্রকৌশলীদের ১০ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশও দেয়া হয়েছে।