সুপ্রভাত বগুড়া (এ কে দিপংকর, বগুড়া সদর উপজেলা প্রতিনিধি): গত বৃহস্পতিবারে হার্ট এট্যাকে মগলিশপুরের স্বর্ণ শ্রমিক শ্রী উত্তম চন্দ্র মহোন্ত পরলোক গমন করেন।
ফলে তার দুই নাবালক সন্তানসহ স্ত্রী অসহায় হয়ে পড়ে। এই অসহায় পরিবারের পাশে দাড়ালেন স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল হাই রুবেল, সহ-সভাপতি হাসান আলী, ইকবাল হোসেন রাঙ্গা,
যুগ্ম সাধারণ সম্পাদক রাজ মাহমুদ কাউসার, দপ্তর সম্পাদক খাইরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক সিরাত আকন্দ ছনি, সদস্য হযরত আলী সহ নেতৃবৃন্দ৷ তারা পরিবারটির মধ্যে খাদ্য সামগ্রীসহ কিছু নগদ অর্থ প্রদান করেন।