মধুপুরে গ্রামীণ ব্যাংকের দ্বিতীয় ধাপে খাদ্য সহায়তা ও নগদ অর্থ প্রদান

সুপ্রভাত বগুড়া (আ:হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি): টাঙ্গাইলের মধুপুরে ১২০টি ভিক্ষুককে (সংগ্রামী সদস্য) খাদ্য ও নগদ অর্থ সহায়তা দিয়েছে গ্রামীণ ব্যাংক মধুপুর শাখা। আজ মঙ্গলবার (১৯ মে)সকালে মধুপুর গ্রামীণ ব্যাংক জোনাল অফিস চত্তরে সামাজিক দূরত্ব বজায় রেখে ওই সহায়তা প্রদান করা হয়।

গ্রামীণ ব্যাংক মধুপুর শাখার ম্যানেজার শফিকুজ্জামান জানায়, মধুপুর জোনাল অফিসের অন্তর্ভূক্ত এ অঞ্চলের ভিক্ষা বৃত্তি থেকে ফেরানো প্রকল্পে ৩৮৮ সংগ্রামী সদস্য (ভিক্ষুক) রয়েছে।

তাদের অনেকে ভিক্ষা বৃত্তি ছেড়ে সক্ষমতা অনুযায়ী কাজ ও ক্ষুদ্র ব্যবসা করছে। এই মমহামারী করোনা সংকটের এসময়ে ওই অসহায়দের আয় রোজগার বন্ধ।

ওই কর্মহীনদের মাঝে দ্বিতীয় ধাপে ৩৫ কেজি চাল, ৪ কেজি ডাল, ২লিটার তেল, ৮ কেজি আলু, ৪ কেজি পেঁয়াজ, ২ কেজি লবণ, ৪ টা সাবান মিলে ৩ হাজার ২শ টাকা মূল্যের সামগ্রী এবং চিকিৎসা ও সবজি কেনার জন্য নগদ ৭০০ টাকা করে প্রদান করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন জোনাল ম্যানেজার সিরাজুল ইসলাম, অঞ্চল ব্যবস্থাপক অসীম কুমার দাস, শাখা ব্যবস্থাপক মুহাম্মদ শফিকুজ্জামান সেকেন্ড অফিসার আইয়ুব আলী প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here