সুপ্রভাত বগুড়া (রিপোর্টঃ এ.কে দিপংকর(সদর উপজেলা প্রতিনিধি): আজ শুক্রবার সকালে বগুড়ার মহাস্থানে একটি মাছবাহী ভটভটি উল্টে যায়।
এসময় গাড়িতে থাকা দুইজন আহত হয়। স্থানীয় জনগণ আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
এসময় মাছ গুলো পড়ে ছিটিয়ে যায়। পরে লোকজন মাছগুলোকে আবার একত্রিত করে দেয়।