মহাস্থান প্রেস ক্লাবের  আহবায়ক কমিটি গঠন

241
মহাস্থান প্রেস ক্লাবের  আহবায়ক কমিটি গঠন। ছবি-আকাশ
সুপ্রভাত বগুড়া (আকাশ সরকার রাসেল): সকল চড়াই উৎরায় পেরিয়ে রবিবার বিকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান প্রেস ক্লাবের আহবায়ক কমিটি গঠন করা হয়। মহাস্থান অস্থায়ী কার্যালযে অনুষ্ঠিত সবার সর্ব সন্মতি ক্রমে বগুড়া থেকে প্রকাশিত দৈনিক উত্তর কোণের বিশিষ্ট সাংবাদিক শমশের নুর খোকনকে আহবায়ক ও আবু বক্কর সিদ্দিক বাদশাকে যুগ্ন আহবায়ক( দৈনিক মুক্ত সকাল), করে ২৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন খলিলুর রহমান( দৈনিক নয়া দিগন্ত), মোহাম্মাদ আলী( দৈনিক খবর পত্র), সাইদুর রহমান সাজু ( দৈনিক সাতমাথা, টাইম টেলিভিশন), সাখাওয়াত হোসেন( দৈনিক মুক্ত জমিন), আবু তালহা সেলিম( দৈনিক সাতমাথা), আকাশ সরকার রাসেল( সু- প্রভাত বগুড়া ও চ্যানেল সিক্স স্টাফ রিপোর্টার),
শহিদুল ইসলাম আকাশ ( দৈনিক চিত্র), রিপন মিয়া ( দৈনিক মুক্ত বার্তা), ফজলুল হক( দৈনিক ঢাকার ডাক), রুহল আমিন( দৈনিক খবর পত্র), আক্তারুজ্জামান মনির ( ইছামতী ), আব্দুস সালাম ( ধুমকেতু), আবু হানিফ( ইছামতী) , সিরাজুল ইসলাম( ধুমকেতু), জাহিদ হাসান( ইছামতী), দিপন( সু- প্রভাত), সনি চ্যানেল সিক্স, ক্যামেরা পার্সন) , আব্দুর রহিম,, গোলাম রব্বানী, মমোশাদ, ইউসুফ আলী, রুবেল আহম্মেদ,আপেল মাহমুদ টিটু,