সুপ্রভাত বগুড়া (স্বাধীন মতামত): গোটা বিশ্ব আজ করোন ভাইরাসের তান্ডবে দিশেহারা। যুগে যুগে সভ্যতার উন্নয়ন আর অগ্রগতির কারণে আধুনিক বিশ্বের মানুষ নিজেকে নিয়ে কতইনা গর্ব করে।
কত কামান, গোলা বারুদ, মিসাইল আর পারমানবিক শক্তি সংগ্রহ করে তামাম বিশ্বে যখন শক্তির বড়ায়ের লঙ্কাকান্ড, যেন আমরা ভুলতেই বসেছি যে আমাদের কেউ সৃষ্টি করেছেন। তাই আমাদের সব কিছুরই সীমাবদ্ধতা আছে।

হয়তো সুষ্টিকর্তা সেই মহা সত্যকে পুন:রায় মানুষের চোখে আংগুল দিয়ে দেখিয়ে দিচ্ছন, আসলে অহংকার মানুষের জন্য নয়, এটা মহান সৃষ্টিকর্তা রাব্বুল আল আমীন আল্লাহ তায়ালার ভূষণ।
আসুন ছোট্ট একটি পরিসংখ্যান দেখি যা আপনাকে হতবাক করে দিতে পারে।
কিন্তু, এটাই বাস্তব তাই সময় থাকতেই সংযত হতে হবে হে মানব সমাজ।
করোনা ভাইরাস সম্পর্কিত ছোট্ট গানিতিক পরিসংখ্যান :

১ টা ভাইরাসের ওজন 0.৮৫ এট্টোগ্রাম।
১ এট্টোগ্রাম = 0.৮৫ x ১0 [-১৮] গ্রাম [টু দ্য পাওয়ার – ১৮ (মাইনাস ১৮)]
সহজ করে বললে – ১ টা ভাইরাসের ওজন হল ১ গ্রামের এক ট্রিলিয়ন ভাগের এক ভাগের দশ লক্ষ ভাগের এক ভাগ।
একজন মানুষকে অসুস্থ করতে ৭0 বিলিয়ন ভাইরাসের প্রয়োজন।
৭০ বিলিয়ন ভাইরাসের ওজন 0.000000৫ গ্রাম। বর্তমানে বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২0,00,000 (বিশ লক্ষ) এর মত।
তাহলে বিশ্বের সমস্ত আক্রান্তদের দেহে সমস্ত ভাইরাসের মোট ওজন প্রায় ১ গ্রাম।
মনে রাখবেন: ১ ফোঁটা বিশুদ্ধ পানির ওজন ১ গ্রাম।

এত উন্নত মানব সভ্যতা মাত্র ১ ফোঁটা ভাইরাসের কারণে হাঁটু ভেঙ্গে পড়ে গেছে!!
এরপরেও কি আমরা নিজেদের অনেক বুদ্ধিমান, ক্ষমতাবান মনে করতে পারি?
নিজেদের বুদ্ধিমত্তা, জ্ঞান, অর্থ-সম্পদ, সৌন্দর্য কোনো কিছু নিয়েই কি অহংকার করতে পারি?? না পারিনা।
কারণ, মহা বিশ্বের সকল কিছু তথা আপনার আমারও যিনি মালিক অহংকারটা তারই জন্য সংরক্ষিত। আর তাঁর আনুগত্যেই মিলবে সকল বিপর্যয় থেকে মুক্তি।
মহান আল্লাহ তায়ালা আমাদের সঠিক ভাবে বোঝার ও অহংকার থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আমীন।
তথ্য সংগ্রহ : খাজা রতন