সুপ্রভাত বগুড়া (বিনোদন): অদৃশ্য ভাইরাসে অনিশ্চিত হয়ে পড়েছে ঈদের ছবি মুক্তি। সব চূড়ান্ত থাকার পরও করোনা আতংকে আলোর মুখ দেখছে না কোনো ছবি। প্রযোজনা সংস্থার মতে, অনিশ্চিত এক ভবিষ্যতের পথে ঢাকাই সিনেমা।

পাঁচ বছর পর বড় পর্দায় ফেরার অপেক্ষায় এম এ জলিল অনন্ত। কথা ছিলো রোজার ঈদে ‘দিন দ্যা ডে’ দিয়ে দর্শকের সামনে হাজির হবেন অনন্ত।
কিন্তু করোনা আতংকে সেটি আর হচ্ছে না। পুলিশ বাহিনীর বিরত্বের গল্পে তৈরি ‘মিশন এক্সট্রিম’ মুক্তি নিয়েও তৈরি হয়েছে অনিশ্চিয়তা।
সব চূড়ান্ত থাকার পরও আলোর মুখ দেখছে না শাকিব খানের ছবি ‘বিদ্রোহী’। অদৃশ্য ভাইরাস আতংকে অনিশ্চিত হয়ে পড়েছে শান ছবিটির মুক্তি।
প্রযোজনা সংস্থার সঙ্কা, অনিশ্চিত এক ভবিশ্যতের দিকে এগুচ্ছে বাংলা চলচ্চিত্র।